ধানকাটায় কৃষকদের পাশে থাকবে ছাত্রলীগ

স্বেচ্ছাসেবকের ভুমিকায় বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিট সমুহকে স্ব-স্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধানকাটাসহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য উদাত্ত আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সারাদেশ জুরে ধানকাটা শ্রমিকের মজুরি তুলনামুলক বেশি হওয়ায় এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলার দুঃখি, অসহায় মানুষের আস্থার শেষ ঠিকানা কৃষিবান্ধন নেত্রি,মমতাময়ী জননী, দেশরত্ন শেখ হাসিনার অাদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর।
বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয় /মহানগর / জেলা/ উপজেলা/ থানা/ পৌর/ ইউনিয়ন / ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধানকাটা সহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য উদাত্ত আহবান করা হলো।
নতুনসময়/আল-েএম