ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বিএনপির প্রস্তাবে অবাক হয়েছি: মান্না


২০ মে ২০১৯ ০২:০১

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনে অংশ নেওয়া এবং বিএনপিতে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে দলটির পক্ষ থেকে। কিন্তু দলটির এমন প্রস্তাবে রাজি হননি মাহমুদুর রহমান মান্না। যোগ দেয়ার প্রস্তাবে বরং তিনি অবাক হয়েছেন।

বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান মান্না বিএনপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহী নন। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে এবং জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হতে তাঁর আপত্তি নেই।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না নতুনসময়কে বলেন, মির্জা ফখরুল ইসলাম জানতে চেয়েছিলেন আমি নির্বাচন করবো কি না। তবে যদি করতে হয়ে তাহলে বিএনপির হয়ে করতে হবে। তখন আমি জানতে চাই, বিএনপিতে যোগ দিয়ে? জবাবে ফখরুল সহাস্যে বলেন, এর মানে তো তাই হয়।

বিএনপির সূত্র জানায়, মান্না বিএনপি মহাসচিবকে বলেছেন ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেলে তিনি বাকি শরিক দল জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এ আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করে একাধিকবার জয়ী হয়েছেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, তাদের (বিএনপি) প্রস্তাবে আমি অবাক হয়েছি। বিষয়টি নিয়ে আমি আমার দলেও আলোচনা করিনি।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


নতুনসময়/এনএইচ