বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে বহু আগে, এখন তাদের প্রভু পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে।
শনিবার (১১ মে) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত সাংগঠনিক জেলা নিয়ে বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশকে কিভাবে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করা যায়, তার চিন্তায় বিএনপি তার দোসর পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত শলাপরামর্শ করে যাচ্ছে। এই দেশের কোন উন্নয়নে দলটির (বিএনপি) কোন ভূমিকা কখনও ছিল না। নিজেদের আখের গোছাতে ব্যতিব্যস্ত ছিল ক্ষমতায় থাকাকালীন বিএনপি-জামায়াত। দেশ ও জাতির জন্য কখনও কিছু করেনি তারা। তারা সর্বদা পাকিস্তানের ধ্যান-ধারণা বাস্তবায়নে ব্যস্ত থেকেছে। আজও তাদের (পাকিস্তান) এজেন্ট বাস্তবায়ন করতে সচেষ্ট হয়ে মাঠে গোপণে কাজ করে যাচ্ছে তারা।
তিনি আরও বলেন, তারেক জিয়াকে দেশে এনে বিচারের মুখোমুখি করে, রায় কার্যকর করা হবে। সে বিদেশে বসেও পাকিস্তানের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে অবশ্যই দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।
নতুনসময়/এনএইচ