নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিডয়া প্রচারণা এবং অন্যান্য ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলেছে।
শুক্রবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে বাবুল তালুকদারের সভাপতিত্বে ন্যাশনাল রিসার্চ সেন্টার আয়োজিত বিএনপি চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালনের ৩ যুগ পূর্তি উপলক্ষে "ত্যাগ" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে স্যোশাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদের দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির কাজ শুরু হয়েছে। বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ হচ্ছে আমাদের জন্য নির্দেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। আমরা সবাই তার নির্দেশে, তার কথায় আমরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সঠিক রাজনীতির দিকে এগিয়ে যাব— এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন,আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকতে পারবে কী, পারবে না? বাংলাদেশ তার নিজস্ব মর্যাদায় দাঁড়িয়ে থাকতে, পারবে কী পারবে না? সেই প্রশ্ন এসে উপস্থিত হয়েছে।অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই অবস্থার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। এটি সহজ কাজ নয়, কঠিন কাজ।
এছাড়াও তিনি বলেন, গভীর চংক্রান্তের শিকার হয়ে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন অভিযোগ করে ‘তিনি কেন কারারুদ্ধ আছেন? কারণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তিনি যদি আজ বেরিয়ে আসেন, তাহলে সরকার নিঃচিহ্ন হয়ে যাবে। জনগণের যে স্রোত, যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গে ভেসে যাবে সরকার। এই জন্য তাকে আটক করে রাখা হয়েছে। কিন্তু তাকে আটক রাখা যাবে না। এই জনগণ তাকে মুক্ত করে আনবে। জনগণের যে আবেগ, সেটাকে কাজে লাগিয়ে অবশ্যই তাকে মুক্ত করে আনতে পারব বলে আমাদের বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজাংল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জয়যাত্রার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ ।