ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


হাসপাতালে ভর্তি ব্যারিস্টার মওদুদ


৬ মে ২০১৯ ০৫:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুকে তীব্র ব্যাথা অনুভব করায় রোববার তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন। তিনি জানান, আদালতে মামলার হাজিরা দিতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।


নতুনসময়/এনএইচ