ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নির্বাচনে জনগণের কাছে আ.লীগ নিঃশেষ হয়ে গেছে : গয়েশ্বর


৪ মে ২০১৯ ০০:৫৪

নতুন সময়

বাংলাদেশের জণগণ জানে এ দেশে কিভাবে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে। কিসের ভোট? ভোট কেন্দ্র প্রশাসন দিয়ে আগে থেকে দখল করে রেখেছে। যার কারণে সারাদেশে ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি। এ নির্বাচনের মধ্য দিয়ে জণগণের কাছে আওয়ামীলীগ নিঃশেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থানী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৩মে) জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নবীন দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যেগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহম্মেদর সভাপতিত্বে খালেদা জিয়া নবীন দলের উপদেষ্টা আব্দুল সালাম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলামসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সকলের সিধান্ত ছিলে শেখ হাসিনার সরকার অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবোনা।এজন্য সকল রাজনৈতিক দল গুলো ঐকবদ্ধ হয়েছিলা। এরপর নির্বাচন এগিয়ো আসলো দলের প্রার্থীরা মাধে নামতে পারলো না। গত ৩০ তারিখের নির্বাচন হয়নি। অপকর্ম করলে কেউ মাথা তুলে কথা বলতে পারেনা। সেই কারণে আওয়ামীলীগ নেতা কর্মীরা লজ্জাবোধ করেন।গর্ব বোধ করতে পারেননা।

তিনি আরো বলেন, আমাদের সময় এখন খারাপ যাচ্ছে। বেগম খালেদা জিয়া আদালত জামিন দিচ্ছেনা। সেই বিষয়ে উচ্চ আদালতে গেলে আপীল গ্রহণ করলে তাও না মঞ্জুর হয়। নিম্ম আদালত গুলো সাধারণ মানহানির মামলায় জামিন ও দেওনা। কেন এ রকম বিচারকে বিরুপ আচারন তা সরকারের ভয়ে।সম্প্রতি খালেদা জিয়ার নিম্ম আদালতের এক মামলায় উচ্চ আদালতে সাজা বেড়েছে। এরি মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্তা হারিয়েছে।

সাবেক প্রধান বিচারপ্রতি এসকে সিনহা প্রসঙ্গে তিনি বলেন, তার দূর্দশ হয়ে গেছে। আজকের প্রধান বিচারপ্রতি যেমন খুশি তেমন সাজো রুপ ধারণ করেছে। সমস্ত এ বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণ রেখেছে।

পাঁচ সদস্য সংসদে গিয়েছে আমাদের সাথে কথা বলে। উনারা প্রথমে গিয়ে বলেছে খালেদা জিয়ার মুক্তি চাই। নাকি সরকারে চাপ দিচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে কিছুটা বিভ্রান্ত বলে মনে হচ্ছে। আমাদের দলীয় সিধান্তের মাধ্যমে এ পাঁচ সদস্য পার্লামেন্টে গিয়োছে। এ সিদ্ধান্তের আগ পর্যন্ত তারা যায়নি। তারেক রহমান ও দলীয় নেতারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে বলেন, দলের মহাসচিত কেন পার্লামেন্টে যায়নি। সেই বিষয়ের সঠিক ব্যাখ্যা তিনি দিবেন। পরবর্তী সময়ে আমরা জানতে পারবো এটি একটি চমল আলাদা থাকাই ভাল।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থানী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয়তাবাদী নবীন দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ প্রমুখ।
নতুনসময়/আল-এম