বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

একাদশ জাতীয় সংসদে বিএনপি যোগ না দেয়ার অবস্থান নিলেও শেষ পর্যন্ত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের সবাই যোগ দিয়েছেন।
মির্জা ফখরুল শপথ নিয়ে সংসদে যোগ না দেয়ায় ইতিমধ্যেই বগুড়া থেকে নির্বাচিত তার আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদের স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী।
বিএনপি থেকে শপথ নেয়া সংসদ সদস্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মো. মোশাররফ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
এইদিকে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর পরই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মাত্র ৬জন সংসদ সদস্য নির্বাচিত হয়ায় সংরক্ষিত নারী আসনে মাত্র একজন প্রতিনিধি পাচ্ছে। আর এই একজন প্রতিনিধি কে হবে- এমন প্রশ্ন এখন বিএনপির রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।
সংরক্ষিত নারী আসনে বিএনপির যেসব নেত্রীর নাম ইতিমধ্যেই দলের ভেতরে আলোচনায় এসেছে তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের মেয়ে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভাষাসৈনিক-বর্ষীয়ান রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
একমাত্র সংরক্ষিত আসনে দল কাকে মনোনয়ন দিচ্ছে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুনসময়কে বলেন, এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সময়মতো সবই জানা যাবে।
নতুনসময়/এনএইচ