শপথ নেয়ার জন্য সময় চেয়ে কোনো আবেদন করিনি: মির্জা ফখরুল

শপথ নেয়ার জন্য সময় চেয়ে সংসদে কোনো আবেদন করেননি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় দেখলাম আমি নাকি শপথ নেয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছি। বিষয়টি সঠিক নয়। আমি কোনো আবেদন করিনি। তিনি বলেন, বিএনপির নির্বাচিত প্রার্থীদের শপথ নেয়া এটি একটি দলীয় কৌশল।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। ভোট চুরি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আপনারা বলতে পারেন যে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল আমরা সংসদে যাব না। বিএনপির যারা শপথ নিয়েছে এটি দলীয় সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত যে চূড়ান্ত হয়ে থাকবে তা নয়। সময় বলে দিবে শপথের সিদ্ধান্ত ঠিক কি না। আমরা বাস্তবতা সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছি। সংসদে কথা বলার যে নুন্যতম সুযোগটুকু আছে তা কাজে লাগানোর জন্য শপথ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলার যে সুযোগ রয়েছে তা আমরা কাজে লাগাতে চাই। তাই যারা নির্বাচিত হয়েছে তাদের শপথ নেয়ার সিদ্ধান্ত সঠিক। এটি একটি কৌশল। আমরা দেখে শুনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রফেসর ড. শাহিদা রফিক, সৈয়দ ফাতেমা সালাম, অধ্যক্ষ রফিকা আফরোজ প্রমুখ।
নতুনসময়/রাখি/এনএইচ