ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


আজ শপথ নিচ্ছেন না ফখরুল


৩০ এপ্রিল ২০১৯ ২২:৩৮

একাদশ জাতীয় সংসদে গতকাল বিএনপির ৪ সংসদ সদস্য যোগ দিলেও এখনো যোগ দেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহন করেন বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য।

বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহনের পর এক সংবাদ সম্মেলনে তারেক তারেক রহমানের নির্দেশে শপথ নেয়ার বিষয়টি নিশ্চিত করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে ফখরুল নিজের যোগ দেয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। শপথ গ্রহন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই তা জানতে পারবেন।

বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল জানায়, আজ যে কোন সময় শপথ গ্রহন করবেন মির্জা ফখরুল। অন্যদিকে মির্জা ফখরুলের কাছের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে, পরবর্তী যে কোন সময় শপথ নিলেও আজ শপথ গ্রহন করছেন না ফখরুল। এমনকি তিনি মহাসচিব শপথ নেয়ার বিষয়ে খুব একটা আগ্রহী নন, তবে শেষ পর্যন্ত দল ও নেত্রীর স্বার্থে তারেক রহমানের যে কোন নির্দেশ যে কোন সময় পালন করতে তিনি প্রস্তুত।

মির্জা ফখরুলের শপথ নিয়ে গতকাল থেকেই চলছে নানা গুঞ্জন। বিএনপির কোন কোন সূত্র বলছে আজ শপথ নিবেন, আবার কেউ বলছে অসুস্থতার কারন দেখিয়ে শপথ গ্রহনের সময় চেয়েছেন স্পীকারের কাছে। অবশ্য শপথের বিষয়ে মির্জা ফখরুল ও সংসদ সূত্র থেকে স্পষ্ট কোন বক্তব্য কারো কাছ থেকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল গতকাল তারেক রহমানের নির্দেশে দলটির ৪ সংসদ সদস্য শপথ গ্রহনের মধ্য দিয়ে তা থেকে সরে আসলো।

গতকাল ৪ জন শপথ নেয়ার আগে শপথ নিয়েছিলেন বিএনপির জাহিদুর রহমান জাহিদ, গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার শপথ গ্রহণ করা সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।


নতুনসময়/এনএইচ