ট্রাফিকের ভূমিকায় ঢাকা দক্ষিন ছাত্রলীগ নেতা জুবায়ের

হঠাৎ করে সেগুনবাগিচায় মোড়ে নিত্যদিনের ভোগান্তি যানজটে পরে কর্মমুখী মানুষ।একদিকে অসহনীয় গরম, অপর দিকে যানজটের ভোগান্তিতে পড়া মানুষের কষ্ট কিছুটা লাঘবে ট্রাফিকের দায়িত্ব পালন করলেন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।
সোমবার দুপুরে ১২ টায় রাজধানীর সেগুনবাগিচা ও শিল্পকলার মোড়ের যানজটমুক্ত করতে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন। ২০-২৫ মিনিট চেষ্টা করে যানজট মুক্ত করেন জুবায়ের আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, সেগুনবাগিচার এ মোড়ে ট্রাফিক পুলিশ নেই। প্রায় সময় এখানে যানজট লাগে। গরমের মধ্যে যানজটে বসে থাকতে দেখেই আমি নিজে যানজট ছোটাতে উদ্বুদ্ধ হয়। যাত্রীরা যেনো গরমে বসে না থেকে দ্রুতই গন্তব্যে পৌঁছাতে পারে।
তিনি বলেন, ছাত্রলীগ অনেক ইতিবাচক ও ভালো কাজ করে, এগুলো তেমন মিডিয়াতে প্রচার হয় না। আশা করছি, ছাত্রলীগের ভালো কাজগুলো সাংবাদিক ভাইয়েরা মিডিয়াতে প্রচার করবেন।