ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


যে সমঝোতায় সংসদে গেল বিএনপি!


৩০ এপ্রিল ২০১৯ ০৭:৫০

বিএনপির সংসদে যাওয়া নিয়ে সোমবার বিকেল থেকে দেশের রাজনীতির অঙ্গনে উঠেছে ঝড়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার অবস্থান থেকে সরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় সাংসদদের সংসদে যাওয়া কোন সমঝোতায় এ নিয়ে উত্তপ্ত রাজনীতির অঙ্গনে চলছে নানান আলোচনা।

সোমবার বিকেলে বিএনপির চার সাংসদ শপথ নেয়ার পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই নির্বাচিত দলীয় সাংসদরা শপথ নিয়েছেন। দলের সবাই শপথ নিলেও মহাসচিব এখনো শপথ নেননি। তবে বিএনপি ও তারেক রহমানের কাছের একটি সূত্র নিশ্চিত করেছে যে কোন সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শপথ নিয়ে সংসদে যোগ দিবেন।

বিএনপি ও তারেক রহমানের কাছের একটি সূত্র আরও জানায়, কারাবন্দী অসুস্থ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে সরকারের সাথে বিএনপির হাইকমান্ডের একটি সমঝোতা হয়েছে। যে কারনে সংসদে না যাওয়ার কঠোর অবস্থান থেকে সরে এসেছে বিএনপির নেতৃত্ব। তারা মনে করে আন্দোলনের মাধ্যমে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি এই মুহূর্তে সম্ভব নয় আবার সরকারের স্বদিচ্ছা ছাড়া আইনি লড়াই করে মিলবে না মুক্তি। তাই শেষ পর্যন্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকারের সাথে সমঝোতার পথেই হাঁটলো বিএনপি।

অন্যদিকে বিএনপির তৃনমূলের কয়েকজন নেতার সাথে কথা বলে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেকটা ক্ষোভের কথাই শোনা গেল। তারা মনে করছেন সরকারের সাথে কোন রকম সমঝোতা মানেই রাজনৈতিকভাবে বিএনপির রাজপথে আন্দোলন করতে না পারার অসহায়ত্বের বহিঃপ্রকাশ।


নতুনসময়/এনএইচ