ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে আসছে বিএনপি-জামাত - রেলমন্ত্রী


১৮ এপ্রিল ২০১৯ ০০:১৮

বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভা

দীর্ঘ ২১ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে আসছে বিএনপি-জামাত বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্তে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ২১ বছর ধরে ভুল তথ্য এবং ভুল ইতিহাস দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি জামাত। জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে নাই। কিন্তু পরবর্তীতে বিএনপি জামাত বার বার তাকে স্বাধীনতার ঘোষক বলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, আমাদের বার বার মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে কথা বলতে হয় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে যারা রাজাকার ছিল দেশ স্বাধীন হওয়ার পর তারা একসাথে দেশ গড়তে এবং কাধে কাধ মিলিয়ে কাজ করতে চেয়েছে। পরবর্তীতে তারা বঙ্গবন্ধুর ডাকে সারা না দিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে। যারা রাজাকার ছিল। যারা এক কোটি মানুষকে ভারত যেতে বাধ্য করেছে, লুটপাট করেছে তারা এখন নতুন নামে জামাত, বিএনপির রাজনীতির ছত্রছায়ায় জড়িত।

এছাড়াও তিনি আরো বলেন, বিএনপি ১৯৮৬ সালে যখন ক্ষমতায় ছিল ৮৬ থেকে রেলে কোন নিয়োগ দেয়া হয় নাই। ১০০ এর উপরে রেলস্টেশন বন্ধ হয়ে গেছে। ২০১১ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে রেল মন্ত্রনালয় আলাদা করে রেল ব্যবস্থা নতুন করে উন্নত করেছে। আজ সরকার রেল ব্যবস্থা উন্নত করতে এবং রেলের ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন করে কাজ করে যাচ্ছে।বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে হলে জনগণের মুক্তি,তার রাজনীতির আদর্শ, তার দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আব্দুল হক সবুজ, মোজাফফর হোসেন পল্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।