বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দুর্নীতি, মিথ্যাচার সম্ভব নয় - আরেফীন সিদ্দিক

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দুর্নীতি, মিথ্যাচার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিক। তিনি বলেন দেশে দুর্নীতি যেভাবে ছড়িয়ে পরেছে তা রোধ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডা.এস.এ.মালেকের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত " মুজিবনগর সরকার স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম আইনসম্মত ও বৈধ সরকার হিসেবে স্বীকৃত" শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। সারা বিশ্বে তার জনপ্রিয়তা ছিল। তার আদর্শ ধারন করে দেশ থেকে দুর্নীতি, মিথ্যাচার দূর করে দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
নুসরাত প্রসঙ্গে তিনি বলেন,একটি স্বাধীন দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এমন একটি ঘটনা ঘটে। কিছু মানুষ আবার অপরাধীকে বাচানোর জন্য আন্দোলন করছে।আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নুসরাতের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই প্রত্যাশা করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড.আবুল বরকত, অধ্যাপক ডা: কামরুল হাসান খান, ড. মো: মাহবুবুর রহমান, অধ্যাপক ড. কামালউদ্দিন আহম্মদ প্রমুখ।