ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


পুতুলের ভূমিকা পালন করছে বর্তমান সরকার : মির্জা ফখরুল


২৯ মার্চ ২০১৯ ২৩:২৮

আলোচনা সভা

এই সরকার জনগণের সরকার নয়, নির্বাচিত সরকার নয়, এই সরকার প্রভুত্বের সরকার। পুতুলের ভূমিকা পালন করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দেশ পরিচালনা করার কথা সরকারের তারা দেশ পরিচালনা না করে প্রশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাচ্ছে।

আজ ২৯ মার্চ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 'মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে কিছু নেই মিথ্যা প্রতারণার উপর তারা রাজত্ব করছে। দেশের বিচার বিভাগকে তারা শেষ করে দিয়েছে। দেশে আইন বলতে কিছু নেই। প্রশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাচ্ছে। প্রশাসনের বেতন বাড়ছে কিন্তু জনগণের আয় বাড়ছে না।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে। এমনকি তার সুচিকিৎসার ব্যবস্থাও করছে না সরকার।

তিনি আরো বলেন, পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদের সামনে এগুনোর লক্ষ্য স্থির। গণতন্ত্রের প্রতীককে মুক্ত করে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

আলোচনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাদেক হোসেন খাঁন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল,বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।