ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


আজিজের মতো কমিশন চায় বিএনপি : হানিফ


৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:০২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সকলের মতামতের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশন নিয়ে যারা প্রশ্ন বা বির্তক করতে চায় তারা আসলে নির্বাচনে অংশ নিতে চায় না।

রোববার (৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ভেঙে কমিশন গঠন করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম এ আজিজ। যিনি তাদের ক্ষমতায় আনার জন্য এক কোটি ত্রিশ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিলেন।

তিনি আরে বলেন, সকলের মতামতের ভিত্তিতেই বর্তমান কমিশন গঠিত হয়েছিল। এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না।
এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএমএন