ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


জনগণের রায়ে শ্রদ্ধা জানিয়ে সবাইকে শপথ নেয়ার আহবান হানিফের


৭ মার্চ ২০১৯ ২৩:২৫

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বলেছেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়া উচিৎ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও সাংবাদিকদের জানান হানিফ।

মাহবুব-উল আলম হানিফ বলেন, 'যারা আজকে শপথ নিচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। আর বিএনপিসহ অন্যান্য যারা শপথ নেননি, তাদের এই সময়ের মধ্যেই সংসদে গিয়ে শপথ নিতে আহবান জানাচ্ছি।

এসময় তিনি আরো বলেন, 'ওবায়দুল কাদেররে শারিরীক পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তিনি ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করছি।