ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঐতিহাসিক ৭ মার্চ শপথ নেয়ার ঘোষণা সুলতান মনসুর ও মোকাব্বিরের


৩ মার্চ ২০১৯ ০৬:২৯

ফাইল ছবি

অনেক নাটকের পর ঐতিহাসিক ৭ মার্চের দিনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান শপথ নিতে চান।

শপথ নেয়ার বিষয়টি নিশ্চিত করে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক ৭ মার্চে শপথ গ্রহণ করার জন্য আমরা দুজন সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন। আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে গণফোরাম থেকে নির্বাচিত এই দুই সংসদ সদস্য এতদিন শপথগ্রহণ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, তাদের দু’জনের শপথ নেয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। তারা শপথ নেবেন না বলে জানিয়ে দেয়া হলেও অনেক নাটকীয়তা শেষে তারা শপথ নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নতুনসময়/আইএ