জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে চপেটাঘাত করেছে

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,
গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের এমন ভরাডুবি হয়েছে। এই জনবিচ্ছিন্ন হওয়ার কারণে জনগণ বিএনপির দুই গালে চপেটাঘাত করেছে।
শনিবার (০২ মার্চ) ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ড. কামাল হোসেনকে উদ্দ্যেশ্যে করে তথ্যমন্ত্রী বলেন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। যে বিএনপি গণতন্ত্র ছিনতাই করেছিলো সেই বিএনপিকে নিয়ে তিনি নাকি গণতন্ত্র উদ্ধার করবেন। জনগণ তাদের (বিএনপি-জামায়াত) যে চপেটাঘাত করেছে সেই ব্যাথা এখনও যায়নি বলে তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন এবং উপজেলা নির্বাচনে অংশ নেয়নি।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সব সময়ই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়। এটি মাত্র এক বছর সময়ের জন্য উপনির্বাচন। তাছাড়া ওইদিন আবহাওয়া বিরূপ ছিলো। ভোটের দিন সাধারণ ছুটি মিলিয়ে তিন দিনের ছুটি ছিলো। সব মিলিয়ে ভোটারের যে উপস্থিতি ছিলো এটা শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর সব দেশের উপনির্বাচনের জন্য এই উপস্থিতি যথেষ্ঠ ছিলো।
মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদেরকে গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার দেশে যে উন্নয়ন করেছে তা ইউরোপের দেশগুলোতে তুলে ধরার আহ্বান জানান।
/আনু