ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা


১০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৭

উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

প্রথম ধাপের ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়াম লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে চূড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়াম লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেখতে ক্লিক করুন-