উচ্ছসিত প্রথম ভোটাররাও

ভোট নিয়ে প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের জল্পনা কল্পনা যেনো চলছে একটু বেশিই। কারন রাত পোহালেই তাদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান, দিবেন জীবনের প্রথম ভোটটি। তাই তারা অনেকটাই উচ্ছসিত। তবে তরুন প্রজন্মের নতুন ভোটারদের কথা একটাই “যোগ্য প্রাথীকেই দিবেন তার ভোটটি এবং ভোটের দিনকে ঘিরে কিছুটা শঙ্কায়ও আছেন তারা।“
কেউ কেউ বলছেন, ভোট দিতে যাব কি-না, তা এখনই বলতে পারছি না। নানা ধরনের কথা শুনতে পাচ্ছি। কারণ গন্ডগোল হলে ভোট দিতে যাওয়ার প্রশ্নই আসে না। পরিস্থিতি ভালো থাকলে ভোট দিতে যাব।’
রোববার ভোটের দিনের ভাবনা নিয়ে জানতে চাইলে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী নগরের বাসিন্দা তপু (২৩) এভাবে জবাব দেন। তিনি একজন ছাত্র। স্থানীয় হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিনি।
পুরাণ ঢাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, তিনিও এবার প্রথম ভোট দিতে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সৎ যোগ্য এবং যিনি দেশ পরিচালনায় দক্ষ তাকেই তিনি ভোট দেবেন।
তিনি আরও বলেন, অবশ্যই আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেবো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ হাসান বলেন, ভোট দেয়ার জন্য অধির আগ্রহ রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যার দ্বারা দেশের উন্নয়ন হবে তাকেই তিনি বেছে নেবেন।
রোববার (৩০ ডিসেম্বর) দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০০ আসনের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য সব দল অংশ নিচ্ছে। তবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি বলে দাবি জানিয়ে আসছিল বিএনপি। ভোটের দিন নিয়ে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকের মধ্যেই এক ধরনের ভয় কাজ করছে। কোনো ধরনের সহিংস পরিস্থিতির কথা শুনলে তারা ভোট দিতে কেন্দ্রে যাবেন না। আবার কেউ কেউ জানিয়েছেন, তারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। তারা মনে করেন ভোটের দিনের পরিবেশ শান্তিপূর্ণই থাকবে।
তবে সবশেষে যেনো তরুনদের প্রথম ভোটের দিনটি হয় সুন্দর ও স্মরণীয় এমনটাই প্রত্যাশা সবার।
নতুনসময়/সুঅ/আইএ