ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপির চেয়ে আ. লীগই ভাল!


২৭ নভেম্বর ২০১৮ ২১:৩৬

ফাইল ফটো

২০-দলীয় জোটের সঙ্গে বিএনপির আসন বণ্টন সুরাহা এখনো হয়নি। জোটের অন্যতম শরিক জামায়াতকে ২০ টি ও এলডিপিকে ৪টি আসন ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) একটি আসন দেয়া হয়েছে। জোটের আরেক বৃহৎ শরিক ইসলামী ঐক্যজোটকে একটি আসনও দেয়া হয় নি। অন্যান্য শরিকদেরও একই অবস্থা। ফলে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির উপর চরম ক্ষুব্ধ শরিক দলের শীর্ষ নেতারা।

সোমবার গভীর রাত পর্যন্ত জামায়াত ও এলডিপি ছাড়াও ঐক্যফ্রন্টকে ১৯ টি আসনে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বিএনপির নীতিনির্ধারকরা গতকাল দিনভর জোটের শরিক ও ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন। ঐক্যফ্রন্ট নেতারাও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে গণফোরামকে সর্বোচ্চ ১০ আসন ছাড়তে পারে বিএনপি। এ ছাড়া নাগরিক ঐক্যকে ২-৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) একটি এবং কৃষক শ্রমিক জনতা লীগকেও একটি আসন ছাড়ার সিদ্ধান্ত রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শরিকদের সঙ্গে আলোচনা প্রায় শেষ। কিছু আলোচনা বাকি আছে। তাও শেষ হয়ে যাবে।

শরিক দলগুলোর বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রত্যেকটি শরিক দল বিচেনায় অন্তত একটি আসন হলেও ছাড় দেয়া বিএনপির উচিত। কারন, বিএনপির দুঃসময়ে এই শরিক দলগুলোই তাদের পাশে আন্দোলন সংগ্রাম করে আসছে। অনেক নির্যাতনও শরিকদের সহ্য করতে হয়েছে। কিন্তু নির্বাচনের সময় শরিকরা বিএনপির কাছে মূল্যহীন হয়ে গেল। জামায়াত, এলডিপি ও বিজিপি ছাড়া বাকি শরিকরা অবহেলিতই থাকল। বিএনপির থেকে তো আওয়ামী লীগই অনেক ভাল। তারা শরিকদের মূল্যায়ন করতে জানে। শরিকদের কোন না কোন ভাবে তারা মূল্যায়ন করে। আওয়ামী লীগের কাছ থেকে বিএনপির এখনো অনেক কিছু শেখার আছে।

আরকেএইচ