ঢাকা শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক ১৪৩২


শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ


২৫ অক্টোবর ২০২৫ ০৮:১৬

সংগৃহীত

শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন জেলা জামায়াতের মনোনীত প্রার্থী। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম অভিযোগ করেন, জনসংযোগ চলাকালীন বিএনপির কিছু কর্মী মিছিলের বহর আটকে দেয়। সেখানে জামায়াতের প্রচারণা চালানো যাবে না বললে, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি কর্মীরা হামলা করলে, জেলা শিবিরের সাবেক সভাপতিসহ ৫ জন আহত হন। এই ঘটনায় রাতে থানায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন রাশেদুল।

 

 

এসময় থানার মোড়ে জামায়াতবিরোধী স্লোগান দিয়ে মিছিল করে জেলা ছাত্রদল। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরাই বিএনপির লোকজনের বাড়িতে হামলা করেছিল।