ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না: জামায়াত আমির


২৯ মে ২০২৫ ১৭:৩৭

ফাইল ফটো

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

 

আজ বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে 'দলীয় সহকর্মীদের উদ্দেশে' এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

দলীয় সহকর্মীদের উদ্দেশ করে পোস্টে শফিকুর রহমান লেখেন, “এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না - ব্যক্তি তিনি যেই হোন না কেন।”

 

জামায়াতে আমির আরও বলেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

 

শফিকুর রহমান তার পোস্টে অবশ্য কোনো প্রেক্ষাপট উল্লেখ করেননি।

 

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার প্রতিবাদে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। সেসব বিক্ষোভে হামলার ঘটনা ঘটে। যার সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।