খালেদার ৭ বছর জেল, যা বললেন কামাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়ার বিপক্ষে দেয়া আদালতের এমন রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে রাজি না ড. কামাল হোসেন। তিনি বললেন, ‘আদালত তার মতো করে রায় দিয়েছে, এরপর কারো পছন্দ না হলে সে উচ্চ আদালতে যাবে।’
প্রতিক্রিয়া মূখ্য বিষয় না উল্লেখ করে তিনি বলেন, ‘সব ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে হবে কেন?’ কি মামলা ছিল, কি আর্গুমেন্ট হলো এসব কিছু না জেনেই হুট করে রিঅ্যাকশন দেওয়া কি ঠিক? আমরা সবকিছুর মধ্যে রাজনীতি টেনে আনি, এটা ঠিক না।’
এমএ