ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


‘এ রায় ফরমায়েশি রায়’


২৯ অক্টোবর ২০১৮ ১৯:৫০

ফাইল ফটো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের এ রায়কে ফরমায়েশি রায় রলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এ রায় ফরমায়েশি রায়। এ রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার পাননি। সরকার যেভাবে চেয়েছে, রায় সেভাবে হয়েছে। আমরা এ রায় প্রত্যাখান করছি।’ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রায়ের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে থাকা জমি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।

 

আরকেএইচ