ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর : হানিফ


২৭ জুন ২০২৩ ২২:৩৫

বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদানকালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরে হানিফের নিজ বাসভবনের সামনে মোট ৮০ জন সাংবাদিকদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবা স্বপ্ন দেখছেন, না হলে তিনি কীভাবে বলেন ‘জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই’। জনগণের সঙ্গে সম্পর্ক আছে বলেই এখনও এই সরকার টিকে আছে।

লবিস্ট নিয়োগ করে দেশের ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয় উল্লেখ করে হানিফ বলেন, অতীতেও বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল।

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ ছাড়াও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিও ও জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।