ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


নির্বাচন সামনে রেখে দেশে মেরুকরণ হচ্ছে: কাদের


২০ জুন ২০২৩ ০২:৪০

নির্বাচন সামনে রেখে দেশে মেরুকরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, বিএনপির নেতৃত্বাধীন একটি অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

সোমবার (১৯ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, আগামী জাতীয় নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। এবার বিশ্ব সংকটের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, শান্তি রক্ষায় পিস কিপিং মিশনকে প্রশ্নবিদ্ধ করতে ট্রন্সপারেন্সি ইন্টারন্যশনালের সাথে মিলে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।