ঢাকা রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের সরকারি ভাতা ও পেনশনের ব্যবস্থা করা হবে: দুলু


১০ জানুয়ারী ২০২৬ ১৫:০৩

সংগৃহীত

আগামীতে বিএনপি সরকার গঠন করলে অন্যান্য ভাতার ন্যায় খেলোয়ারদের জন্যও ভাতা ও পেনশনের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

শনিবার (১০ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে 'আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট'-এর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

 

দুলু বলেন, বিগত বছরগুলোকে খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সমর্থক না হলে কেউ জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহন করতে পারেনি।

 

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রকৃত খেলোয়ারদের মুল্যায়ন করা হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।