ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া সরাসরি জড়িত; তথ্যমন্ত্রীর অভিযোগ


১৮ মার্চ ২০২৩ ২৩:৪৩

বিডিআর বিদ্রোহের আন্দোলনে বিএনপি নেত্রী খালেদা জিয়া সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যান, একাধিকবার কথা বলেন তারেক রহমানের সাথে। এসবের প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও জানান তিনি।

বিএনপির বর্তমান আন্দোলন এবং সরকার পতনের হুমকিধামকি জনগণের কৌতুকে পরিণত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

সুপ্রিম কোর্ট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে যত কলঙ্কিত অধ্যায়, তার সবই বিএনপির হাতে রচিত।

আইকে