‘বিএনপি সন্ত্রাস করতে চাইলে আ.লীগ বসে থাকবে না’

বিএনপি দেশে সন্ত্রাস কায়েম করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। দেশ এগিয়ে যাওয়াই বিএনপির মাথাব্যথা। তারা ঠেলাগাড়িতে ফিরতে চান। তাই প্রতিনিয়তই অগ্নিসন্ত্রাস করেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি দেশকে পাকিস্তান করতে চাই উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। তারা আবারও ঠেলাগাড়ির যুগে ফিরে যেতে চান। বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়।
এ সময় সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।
আইকে