ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মানবাধিকার ব্যবসায়ীরা এখন সরব হয়েছেন : তথ্যমন্ত্রী


১৯ ডিসেম্বর ২০২২ ০৯:১৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবাধিকার ব্যবসায়ীরা এখন সরব হয়েছেন। আর মানবাধিকার নিয়ে যারা বিবৃতিজীবী, তারাও সরব হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, এখন যারা মানবাধিকার নিয়ে বিবৃতি দিচ্ছেন তারা ২০১৩-১৪ এবং ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধে পেট্রলবোমা হামলায় পুড়ে শত শত মানুষের মৃত্যুর সময় কোথায় ছিলেন? ২০০৪ সালের ২১ আগস্ট আগস্ট মানবাধিকার ব্যবসায়ীরা কোথায় ছিলেন?

আইকে