ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপি মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে : প্রধানমন্ত্রী


১৬ ডিসেম্বর ২০২২ ০৫:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণকে পরোয়া করে না। তারা ক্ষমতায় গেলেই নির্বাচন ও মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা বিএনপির চরিত্র। তারা গণমানুষের দল নয়। ক্ষমতা তাদের ভোগের বস্তু, লুটের সুযোগ। বাংলাদেশের মানুষ তাদের কাছে কিছুই না।

তিনি বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে কথা বলে। অথচ ২০০৮ সালের নির্বাচনে ৩০০ সিটে বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। আর জাতীয় পার্টি পেয়েছিল ২৭ সিট। তিনটা সিট বেশি পেয়ে খালেদা জিয়া লিডার অব দ্য অপজিশন হওয়ার সুযোগ পেয়েছিল। ২০০৮-এর নির্বাচনেই তো আপনাদের এই ফলাফল, তাহলে আপনারা কি নিয়ে এত লাফান?

আইকে