আ`লীগের দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহাম্মেদ ভুঁইয়া তার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় জামগড়া তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন।
অবব্যাহতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার বাবার মৃত্যু পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে তার বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরো বলেন, যত দিন বেঁচে থাকবে ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবেন। সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।