ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


‘বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের কাতুকুতু লেগেছে’


১৩ ডিসেম্বর ২০২২ ০৭:০৬

‘বিএনপি সরকারের পতন ঘটাতে এসে নিজেদের পতন ঘটিয়েছে’ মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের কাতুকুতু লেগেছে। এর বেশি কিছুই হয়নি। তারা সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরাই পদত্যাগ করেছে।

সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মনে করেছে তাদের পদত্যাগে সরকার ভয় পেয়েছে। অথচ তারা যেদিন পদত্যাগ করেছে সেদিনই সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে আসন শূন্য ঘোষণা করেছে। আসনগুলোয় সামনে উপনির্বাচন হবে। এখন তারা বুঝবে কী ভুল করেছে।

বিএনপির ১০ দফা দাবির সমালোচনা করে তিনি বলেন, ১০ ডিসেম্বর তাদের এক দফা দাবি ছিল। অথচ সমাবেশে তারা ১০ দফা দাবি দিয়েছে। তাদের দাবিগুলো মনোযোগ দিয়ে পড়লাম। আসলে দাবিগুলো ১০টা ঘোড়ার ডিমের মতো মনে হয়েছে। এতে নতুন কিছুই নেই।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ শামশুল হক চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

আইকে