ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপির এমপিরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী


১১ ডিসেম্বর ২০২২ ১০:০০

বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর।

আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে একই দিন দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, নয়াপল্টনে ১০ তারিখে সমাবেশ, অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই তারা কী করেছে? তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। আজকে কী? পল্টনে গেলেন না? গেলেন না? হাফ ডিফিট হয়ে গেছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে কাদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে সংবাদ এসেছে। গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ষড়যন্ত্রকারীদের জন্য। আজ বাংলাদেশের জন্য সুখবর। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্রেজারি নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশের নাম সেখানে নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কিছুদিন আগে র‌্যাবের ওপরে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার রহস্য বের হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। তারা ( বিএনপি) লবিস্ট নিয়োগ করেছে।

রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। আমরা কারও ব্যাপারে নাক গলাই না। আমাদের ব্যাপারে মাথা ঘামান কেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং মানবাধিকার দিবসের স্বীকৃতিস্বরূপ ৯টি দেশে দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ৭০টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের নিষেধাজ্ঞার তালিকায় নেই বাংলাদেশের কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান।

আইকে