জাপা এমপিদের পদত্যাগের আহ্বান জানানোর বিএনপি কে: চুন্নু

বিএনপির সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় সংসদ থেকে জাতীয় পার্টির (জাপা) সব এমপিদের পদত্যাগের আহ্বান জানানোর বিএনপি কে? তারা তাদের রাজনীতি করে। আমরা কি তাদের রাজনীতি করি নাকি? ’
তিনি আরও বলেন, ‘বিএনপি কি ক্ষমতায় থাকতে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে? তারাও খারাপ ব্যবহার করেছে। আমরা আমাদের নিজস্ব রাজনীতি, নিজস্ব আন্দোলন, নিজস্ব ভাবনা ও কর্মসূচি আছে, সেটা নিয়ে আমরা চলি। তারা কী আহ্বান জানাল বা জানাল, তা আমাদের দেখার বিষয় না।’
আজ শনিবার রাজধানীর গোলাপবাগে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জাপার এমপিদের পদত্যাগের আহ্বান জানালে এর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ।
এর আগে আজ গোলাপবাগে বিএনপির সমাবেশে এসে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাতজন এমপি। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।
আইকে