বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করছেন: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বর ষড়যন্ত্রের নিল নকশা একেছিল। কিন্তু সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সকল সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভার রেডিও কলোনি মাঠে আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এসময উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্পাদক মির্জা আজম প্রমুখ।
আইকে