ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


লিখিত পদত্যাগপত্র পাঠানো হবে রোববার : রুমিন ফারহানা


১১ ডিসেম্বর ২০২২ ০৩:৫৬

বিএনপির সাত এমপির জাতীয় সংসদ থেকে পদত্যাগ হওয়ার লিখিতভাবে পদত্যাগপত্র আগামীকাল রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ শনিবার (১০ ডিসেম্বর) তিনি এই কথা জানান।

এর আগে একই দিন রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে তিনিসহ আরো ৬ জন এমপি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা বিএনপির সাত এমপি হলেন, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আইকে