সরকার থাকাকালে আ.লীগের সমাবেশে হামলা করেছিল বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপির উদ্দেশ্য সমাবেশ নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে চেয়েছিলেন; কিন্তু তারেক রহমানের কুমন্ত্রণায় এখন তারা তাদের প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে। পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার জন্য বিএনপি নেতারাই দায়ী।’
কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশনের নামে একপেশে আচরণের মাধ্যমে রাজনীতি শুরু করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা সমীচীন নয়। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকার সহযোগিতা করেছে; আর সরকার থাকাকালে আওয়ামী লীগের সমাবেশে হামলা করেছিল বিএনপি।’
আইকে