ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


এবার ড. কামাল হোসেনের ওপর খেপলেন ওবায়দুল কাদের


৩ ডিসেম্বর ২০২২ ০৭:১৩

‘দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে সরকার অর্থ পাচার করছে’ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের এমন মন্তব্যে ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আজকে ড. কামাল হোসেন অর্থ পাচারের কথা বলে। তিনি নিজে কালো টাকা সাদা করেছেন।  যিনি ট্যাক্স ফাঁকি দিয়ে আদালতে গিয়ে তারপর আদেশ নিয়ে ট্যাক্স জমা দিয়েছেন। তিনি এখন শেখ হাসিনাকে কটাক্ষ করে বড় বড় কথা বলেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপিদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন জঙ্গি-অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে— দুবাই থেকে বস্তায় বস্তায় টাকা আসে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে খেলা হবে। শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।

আইকে