ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


চরম বিশৃঙ্খলার উদাহরণ হয়ে থাকল ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন


৩ ডিসেম্বর ২০২২ ০২:২৫

চরম বিশৃঙ্খলার একটা উদাহরণ হয়ে থাকলো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন।

অতিথির বক্তব্য দিতে না দেওয়ার নতুন নজির স্থাপন করলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিদায়ী সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ও ঢাকা মহানগর উত্তরের বিদায়ী সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

তারা দীর্ঘ এক ঘণ্টা নিয়ে বক্তৃতা করায় সম্মেলনের প্রধান অতিথি ছাড়া কেউই বক্তৃতা করতে পারেননি।

আর এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়েন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চারনেতা।

তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

ঢাকা মহানগরের এই সম্মেলন সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকেলেও ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

সম্মেলনে মঞ্চ জুড়ে ছিল চরম বিশৃঙ্খলা। কোন নিয়ন্ত্রণ ছিল না বিদায়ী কমিটির হাতে।

আইকে