মোস্তফা কামাল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনের প্রচার ও প্রকাশনা উপকমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন পল্লবী থানা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উজ্জ্বল। তিনি মহানগর উত্তর ছাত্রলীগের সহ- সভাপতি হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমাকে আমার সংগঠন যখন যেভাবে মূল্যায়ন করেছে আমি খুশি, আলহামদুলিল্লাহ, আমি সবসময় চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
মোস্তফা কামাল উজ্জ্বল বর্তমানে আইন পেশায় জড়িত। ঢাকা জজ কোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করছেন।
ছাত্র রাজনীতির ক্যারিয়ারে এলাকায় তিনি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সমাদৃত।