ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির


২৬ নভেম্বর ২০২২ ০৬:১০

মিথ্যা, গায়েবি মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ৩০ নভেম্বর (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে (মহানগরগুলোতে) বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

তবে, রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর উক্ত কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। এ সময় সবাইকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান রিজভী।

রিজভী বলেন, দেশে এক ভয়াল নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। নির্দয় হৃদয়হীন পুলিশ গুলি চালিয়ে জীবন কেড়ে নিচ্ছে। আওয়ামী লীগের লক্ষ্য ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা।

নতুনসময়/আইকে