ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির জ্বালা ধরে গেছে : ওবায়দুল কাদের


১৪ নভেম্বর ২০২২ ০৫:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপিদের জ্বালা ধরে গেছে। এ জ্বালা বিরাট জ্বালা।

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আপনারা সবাই প্রস্তুত হন। সামনে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাবইকে একজোট হয়ে এ খেলায় জিততে হবে। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। এ ব্যবস্থা এখন মিউজিয়ামে চলে গেছে।

উল্লেখ্য, সাড়ে ৭ বছর পর ঝিনাইদহে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।

এ সময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাক মাহবুব উল আলম হানিফ। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।

নতুনসময়/আইকে