ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিতে উদগ্রীব : তথ্যমন্ত্রী


৭ নভেম্বর ২০২২ ০৭:২০

বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিতে উদগ্রীব হয়ে আছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, গাধা জল ঘোলা করে খায়। ২০১৮ সালেও তারা নির্বাচনে আসবে না বলে শেষ পর্যন্ত নির্বাচনে গেছে।

রোববার (৬ নভেম্বর) সচিবালয়ে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৭ উপলক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এবারও উনারা বলছেন নির্বাচনে যাবেন না। কিন্তু বিএনপির অনেক নেতাকে আমি চিনি, জানি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুক না কেন, তাদের দলের নেতারা নির্বাচনে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।