ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপির ওপর সরকার সর্তক দৃষ্টি রাখছে: তথ্যমন্ত্রী


৬ নভেম্বর ২০২২ ০৮:০৭

বিএনপির ওপর সরকার সর্তক দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি গ্রেনেড হামলা করেছিল; আর সরকার তাদেরকে সহযোগিতা করছে।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাচসাস’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলটিকে রাজপথে মোকাবেলা করা হবে।

তিনি আরও বলেন, পালানোর ইতিহাস বিএনপির আছে। দলের শীর্ষ নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন।

অনুষ্ঠানে অভিনয়ে বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।