কে ক্ষমতায় থাকবে সেই রায় জনগণ দেবে: পরিকল্পনামন্ত্রী

কে ক্ষমতায় থাকবে সেই রায় দেশের জনগণ দেবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না। আওয়ামীলীগের সাথে বাংলাদেশের জনগণ আছে। তারা দেখছে আওয়ামীলীগ ক্ষমতায় থেকে কি করছে। তারাই বিচারক। আগামীতে ক্ষমতায় কে থাকবে তারাই রায় দেব।
শনিবার সকালে সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
রোহিঙ্গা প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মিয়ানমারের সাথে আলোচনা চলছে। তারা একেক সময় একেক কথা বলে।
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি।
এর আগে‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন’স্লোগানে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।