ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপি রঙিন খোয়াব দেখছে: কাদের


৬ নভেম্বর ২০২২ ০০:৫০

বিএনপির সবই রঙিন খোয়াব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, খেলতে চান? ডিসেম্বরে আপনাদের বিরুদ্ধে খেলা হবে, ফাইনাল খেলা।

শনিবার (০৫ নভেম্বর) কুমিল্লা মহানগর ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুবাই থেকে টাকা এনে বরিশালে সমাবেশ করছেন! বড় বড় পাতিলে রান্না করছেন! আপনারা কুমিল্লায় এসে দেখে যান, একটি মহানগর সম্মেলনে কত মানুষ এসেছে। আপনারা দেখে যান...।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, যিনি পালিয়ে গেছেন, তিনিই আপনাদের নেতা। আপনাদের আন্দোলনের নেতা। তাকে নিয়ে সরকার পতন ঘটাবেন? খোয়াব, সবই রঙিন খোয়াব।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।