ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


স্পিকারের আশ্বাসে সংসদে যাবে জাতীয় পার্টি


১ নভেম্বর ২০২২ ০২:০৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে চলমান সংসদ অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

এর আগে, রোববার বিকেলে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দেয় দলটি।

তবে স্পিকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় পার্টি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।