বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের হুমকি আমলে নিচ্ছে না আ.লীগ

জাতীয় সংসদ থেকে বিএনপি দলীয় এমপিদের পদত্যাগের হুমকি আমলে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘তাদের হুমকির কী আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। ৭ জন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে?’
রোববার (৩০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের হুমকি দেওয়া হচ্ছে, এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কী? জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। হারাধন গেলেও কী, না গেলেও কী। নির্বাচনের এক বছর বাকি।’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, এ এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।